খাঁচার পাখি ছেড়ে গেলে ফিরবে কি খাঁচায়
ভুলে মায়ার বন্ধন নিষ্ঠুর পাখি কেন করে এমন
পাখির শোগে হয়ে মহা রুগী ওরে বেঁচে থাকা দায়
পাগল হয়ে তালাশ করি বলো না লুকালো কোথায়


আদর যত্ন কত কথায় সদয় রাখি তারে ভালোবাসায়
আমি মনের মতো সাজাই  আমার মনের বাসনায়
জানতাম যদি নিঠুর পাখি সুযোগ পেলে দিবে ফাঁকি
দিবা নিশি চোখে চোখে রাখি ফেলে কেমনে চলে যায়


ঘর বাঁধিব তারে নিয়া আসা পুরালে না মোর দরদিয়া
পাষাণ আমার কথা যায় ভুলিয়া সদয় একা থাকতে চায়
এই কিরে তোর প্রেমের নীতি জীবনের হয়নি ঘর বসতি
মিছে আসায় পুষলাম পাখিটিরে সোনার দেহ পিঞ্জিরায়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল ০৭.০৭.২০২১ বেলা এগারো ঘটিকা পঞ্চাশ মিনিট