পুব আকাশে তাকাই দেখি বেলা বয়ে যায়
হলো বুঝি সমন জাড়ি সময় বেশি নাই রে
কেন মিছে করছো বাহাদুরি দুনিয়াতে ভাই
যুগল আঁখি মুদিলে বন্ধ হবে জগতের বড়াই
সুন্দর নারী বাড়ি গাড়ি করছো কতো খবর দাড়ি
মানুষ হয়ে রইলি বেহুঁশ কিসে আমি হবো মানুষ
আয়ু বেলা ফুরাইলে বলো হবে কি উপায় রে
থাকবে নারে তোর নাম নিশানা ভেবে দেখ তাই
পার করো মাবুদ মাওলা বান্দার কেহ নাই
তুমি বিনে নিদান কালে হইবে কি উপায়?
পারের করি নাইতো আমার নাই কোন বান্ধব
দয়াল নাম ভরসা করি আমার মনে আছে বল
হীরা ফেলে কাঁচ টাকে ভুল করে যত্নে কুড়াই
ষোল আনা পূর্ণ মানিক আমি খুঁজিয়া না পাই
কাঠগড়ায় দাঁড়ায় আসামী আজ সম্বল কিছু নাই
জীবন কান্দে ঘোর বিপদে দিয়ে নামের দোহাই
গীতিকার ও সুরকার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০৫।০৫।২০২১ রাত ১২ ঘটিকা