যতনে বানাইছো ঘর দেখতে বড় চমৎকার
মনে কত আশা চির দিন থাকবে তার ভিতর
শূন্যে উড়াল দিবেরে পাখি কেউ নয় তোমার
থাকবে পরে কবরেতে ভাবলো না মন একবার    


কোথায় ছিলে কোথায় এলে দেখ চিন্তা করিয়া
দম ফুরালে রঙ্গের মেলা মানুষ যাবেরে ফুরাইয়া
বালা খানা রঙ মহল ঘর এটার নামই হয় দুনিয়া
কবর দেশে থাকতে হবে কথা স্মরণ কবে হবে
  
কত স্বজন আপন জন ছিলো হয়ে সঙ্গের সাথী
দিন রজনী ছিলাম সবাই আনন্দ ফুর্তিতে মাতি
দু নয়নে আঁধার দেখি ভুবনে নাই আলোর বাতি
মানুষ একাই যেতে হবে এই সংসার দিয়ে ফাঁকি

আহারে মানবের ঘর কেন করো শুধুই লড়ে চর  
আহার নিদ্রা আলো বাতাস নাও মনের মত করি
সাধে গড়া মানব সংসার মানুষ কিছুই নয় তোমার
জীবনে কয় ছেড়ে যাবে মানব ঘর থাকার নাই উপায়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল :  ২৬.০৬.২০২১