জ্বালায় জ্বালায় অন্তর কালা
জামাল উদ্দিন জীবন
জ্বালায় জ্বালায় অন্তর কালা
আর কত জ্বালা দিবি মোরে ২য়
তোরে ভালোবেসে আমার
এই হৃদয় পুড়ে ছাই করে বন্ধু ২য়
সখি তবু তোরে বাসবো ভালো
সকল জ্বালা বুকের মাজারে ২য়
এ হৃদয় পুড়ে হইয়াছে কয়লা
গন্ধ নাহি আসে সাথী বাহিরে ২য়
এখন দিবা নিশিতে জলে মরি
দেখতে শত লোকে ভিড় করে ২য়
প্রাণ পাখি উড়ে যাবে অচিন শহরে
থাকিস বন্ধু মহা সুখে এই না নগরে ২য়
প্রেম অনলের জ্বালা সহে না অন্তরে
বিশ্বাসের নাইরে মূল্য ভবের বাজারে ২য়
আপন জনা নিয়ো চিনে আত্মার বন্ধনে
হারিয়ে ধন খুঁজবে মন একাকি ভুবনে ২য়
কবি জীবন বলে সম্পর্ক টিকে বন্ধনে
সুখের সংসার হয় নষ্ট অন্যের কারণে ২য়
রচনা কাল : ২৭/০২/২০২৩