হাজারো কবিতার শিরোনামে
তোমাকে করেছি উপস্থাপন
হৃদয়ের আঙিনায় বসত তার
আমিতো নই তার মনের মতন।


মনের ঘরে রেখেছি যতন করে
হারিয়ে যেতে দিব না কভু দুরে
ভুলে থাকার বৃথা চেষ্টা তোমার
আমাকে মনে পরবে বারে বারে।

স্মৃতির সোনালি সোনা মাখা দিন
রয়েছে দুজনার প্রেমের কত ঋণ
পরিশোধ করে দিবে সব পাওনা
হাজার জনম তুমি রবে অভিসারে
রচনা কাল : ০৮/১১/২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন