গাঙ্গে আইছে নয়া পানি রে
পানি ছলাথ ছলাথ করে
আমি কেমনে যাব বন্ধুর বাড়ি
বন্ধু থাকে বহু দূরে রে
ঝড়ের বানে ঢেউয়ের টানে রে
পরাণ আনচান করে আমার পরাণ
বন্ধুয়া মোর রইছে একেলা ঘরে লো
ভয়ে যাইব বুজি মরে ওরে প্রাণ বন্ধু রে
পরাণ কান্দে আত্মা কান্দে ওরে কান্দে মোর অন্তর
আমার হবে কি আর শেষ দেখা টা বলো না খবর
দয়াল আল্লা তোমার তরে এই মিনতি জানাই গো
আমি যেন ঘরে ফিরে বন্ধুয়ারে আবার দেখতে পাই
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল ০৪.০৯.২০২১