পাহাড়ী মেঠো পথে সেদিন ঘুরেছি দুজনে
গেয়েছি কত সুরে গীত মন বিনার তানে
আপন সাথী মোরা দুজন এই সুন্দ ভুবনে
পাখিরা শুনায় কত কথা মিষ্টি আলাপনে
ফিরবো না কভু জগতের চির চেনা সিমান্তে
আজ হারিয়ে যাব দুজন দিগন্তের শেষ প্রান্তে
নীবির বন্ধনে বৃক্ষ রাজির ঝিরি ঝিরি পবনে
মনটা হারায় বারে বারে তোমার হিয়ার মাঝে
সকল কথা কহিব প্রিয় জীবনের আয়োজনে
সুখের ঠিকানা গড়বো কেমনে বলো তুমি বিহনে
হাজারো তরু সারি সারি দাঁড়িয়ে করতে আহ বান
ফুটেছে হাজারো পুষ্প কলি সাজাতে হৃদয় বাগান
শুনিতে চাই দিবা নিশি মিলনের মধুর সেই গান
সুরে সুরে বলো কান পেতে শুনি জড়াইবে পরাণ
রচনা কাল : ২৪।১০।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।