দূর তেপান্তরে আমি যাব হারিয়ে
তোমাকে নিব আমার সঙ্গী করে
সাথী অভিমান ভুলে ফিরে এসো
এবার মনের ঘরে হৃদয়ের প্রান্তরে।


অনাবিল সুখ খেলা করে মনের ঘরে
জনম জনম থাকবো তারি বাহু ডুরে
দুঃখ কষ্ট ব্যথা ভয় দূর হবে চির তরে
তোমার পরশে সুখ বয় এ আন্তর জুড়ে।


আকাশের চাঁদের সাথে গড়েছি মিতালি
তোমায় শোনাবো প্রেমেরই সকল গীতালি
চন্দ্র তারা আলো দেয় দূর করে অন্ধকার
জীবনে মরণে চির সাথী তুমি শুধু আমার।
রচনা কাল : ১২।১২।২০২১
গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।