জীবনের প্রয়োজনে
সময়ের আয়োজনে
সামনে এগিয়ে চলা
ভুল করে ফুরাইব বেলা।


চলো না আপন মনে নিজেকে
সাজাই নতুনের জয় গানে- এ


নতুন সূর্য উদয়ে হোক  
এবার আগমন নব দিগন্তে
আসুক ফিরে নতুন প্রভাত
উচ্ছল প্রাণ চান চঞ্চলাতে।


আশার আলোর প্রদীপ শিখা
জ্বলাবো অন্ধকার করবো দূর
বেঁচে থাকার প্রেরণা নতুন সুর
তুলি প্রাণে করি নতুনের জয়গান।

সুখেরা দেখ ঊষার দুয়ার মেলে
দুঃখ ব্যথা চলে যায় পলে পলে
রাঙ্গা প্রভাতের হাসি ভালোবাসি
জীবনে উদ্যম গতি নিয়ে আসি।
রচনাকা : ১৬।০২।২০২২