কত যতন করে পুষলাম
জামাল উদ্দিন জীবন


কত যতন করে পুষলাম
আমি এক অচিন পাখি ২য়
আদর যত্ন ভালোবাসায়
রাখি তারে মনের খাঁচায় ২য়


পাখি এক দিন ফাঁকি দিয়ে যাবে ছেড়ে
মায়ার বন্ধন ছিন্ন করে আপন ঠিকানায়

তারে রাখলাম পরম মমতায়
ও দিবা নিশি কত কথা শুনায় ২য়
ভাবিনি কোন দিন যাবে উড়ে
সাধের মাটির পিঞ্জর শূন্য করে ২য়


ভালোবেসে পেলাম কলঙ্ক বদনাম
পাখি আমায় দিলো এই প্রতিদান ২য়
কোন অজানায় গড়েছে বসত বাড়ি
জীবন বলে শেষ বিদায়ে খুঁজে মরি ২য়
রচনাকাল : ০৭।১২।২০২৩