বুকের ভিতর বয়ে চলে অথই নদীর জ্বল
জামাল উদ্দিন জীবন


বুকের ভিতর বয়ে চলে অথই নদীর জ্বল
সেই নদীতে সাঁতার কাটি পাইনা কোন তল ২য়
পাইনা খুঁজে কুল কিনারা একি প্রেমের ফল
সুখের আসায় প্রেম করিয়া কান্নায় সম্বল ওরে ২য়


মনরে বুঝাই যত হইলো না সে মনের মতো
অবিরত তার কথা ভাসে হৃদয়ের অঙ্গিনায়   ২য়            
সোনার অঙ্গ ছাই করিয়া ঘুরে মরি তার লাগিয়া
কোনবা দেশে গেলে পাব জানতে চায়গো হিয়ায় ২য়


বেঁচে থেকে মরে গেছি নাইতো সুখের একটু লেশ
অন্তর জ্বালায় পুড়ে মরি সই মরন হবে তাড়াতাড়ি ২য়
কেন তোরা করিস দেরি দেনা আমায় বিদায় করি
জীবন বলে চার বেহারর পালকিতে নিবে নাইয়োরি ২য়
রচনা কাল : ১৬/০৮/২০২২