বন্ধে তোমারো লাগিয়া
হৃদয় মাছঝ তুষের অনল
সদয় জ্বলে রইয়া রইয়া বন্ধেগো
প্রেম না করে ছিলাম ভালো
প্রেম করে কি জ্বলা হইলোরে
অহর নিশি কাটে নয়ন জ্বলে ভাসিয়া
সুখের আসায় প্রেম করিলিাম
দুঃখ ছাড়া বলো কিবা পেলাম
কলঙ্কের মালা আমার গলায় পড়িলাম
জীবন বলে নিষ্ঠুর বন্ধু একি প্রেমের রীতি
কলঙ্কনী করে ভবে আমায় দিলি তুই ফাঁকি
ডুবিয়া তোর প্রেম সাগরে মরন এখন বাকি বন্ধুরে
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল ২৯.০৭.২০২১ দুপুর ১২ ঘটিকা