বন্ধু দুঃখ দিয়ে আমার বুকে
তুমি  বাসর করো মহা সুখে ২য়
নিদারুণ যন্ত্রণায় ঝরে জ্বল
ভালোবেসে কান্নাই হয় সম্বল ২য়


ওগো প্রিয় জন প্রশ্ন একটাই
পোড়াবার ছিল কি প্রয়োজন


তোমায় পাবার আসা মিছে স্বপ্নন
মন ভাঙলে করে নিঠুর আয়োজন ২য়
অন্তরে রইলো ক্ষত ব্যথা অবিরত
হমদয় মাঝে  দিবা নিশি রক্ত ক্ষরণ ২য়


মনের মনি কোটায় রেখেছি যতন করে
কখনো ভাবিনি সে ভুলে যাবে চির তরে ২য়
ভালোবাসা বদনাম প্রেমের এই প্রতিদান
জীবন বলে সইব এ যাতনা একা আমরণ ২য়
রচনা কাল ২৩/১০/২০২৩