বন্ধু আইস আইস রে আইস আমার বাড়ি
রোজ নিশিতে কইবো কথা মনটা উজাড় করি
তোমার সনে কইবো কথা হৃদয় উজাড় করি
প্রাণ বন্ধু আইস আইস রে আইস আমার বাড়ি
খোঁপাতে গুঁজে দিবো বন্ধু হলুদ গাধার ফুল গো
মনেতে কয় তোমার কথা ভালোবেসে করিনি ভুল
জীবন মরন আমারা দুই জন জানেগো সব জনা
তোর বিরহ মনে মানলেও আমার প্রাণেতে সহে না
প্রাণের সাথে প্রাণটি বাঁধা রে যাবে না খুলা বন্ধু
দুই নয়নে দেখি তোমারই মুখ যাবে না ভোলা
সাঁজের বেলা কাশ বনে বলছি দুজন কথা
দিয়ো নাগ প্রাণের বন্ধু রে এই অন্তরে ব্যথা
রোজ নিশিতে হাজার ফুলে বাসর সাজাই
একা কাটে অহর নিশি দেখি বন্ধু পাশে নাই
বুক ভেসে যায় নয়ন জ্বলে তোমারই লাগিয়া
কোথায় আছো প্রাণের বন্ধু দেখা দাও আসিয়া
যতন করে গাঁথলাম মালা পড়াবো গলাতে বন্ধু
আপন করে রাইখো প্রিয় সাথী রে তোমার সাথে
পর করিয়া ভুল ভাবিয়া যেদিন দিবে তুমি ফাঁকি
পাবে নারে ভুবন মাঝে কবি জীবন মুদিবে দুই আঁখি
গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ২৬.০৮.২০২১