বাবা তুমি কোথায় আছ আছ গো কেমন
তোমায় দেখতে কাঁদে আমার দুটি নয়ন
কত দিন যে গত হলো দেখি না তোমায়
দিবা নিশি তোমার কথা সদয় মনে হয়।
ও ..............বাবা ......... আমার বাবা
কোন অজানায় বেঁধেছ আজ নতুন বাসর
অবুঝ মন ব্যাকুল প্রাণ পেতে চায় দর্শন
না দেখিয়া তোমার বদন মানে নারে হিয়া
এক বার এসে দাওনা দেখা বাজান দরদিয়া।
কোন বা দেশে যতনে গড়েছ সাধের বাড়ি ঘর
দিবে নাকি ঠিকানাটা একবার লইতাম খবর
এই দেশের এমন রীতি খবর থাকে নারে বাঁচা
জীবন বলে সকল জনা হেথা আসতে পারে না।
রচনাকাল : ১৮।০২।২০২২