বাবা কত দিন তুমি নেই আমার পাশে
দিবা নিশি তোমার ছবি এ হৃদয়ে ভাসে
কত দিনের কত স্মৃতি পড়ে আমার মনে
তোমার মত বান্ধব নেইতো এই ভুবনে।
বিপদে আপদে ছায়া দিয়ে রাখতে সদয়
দুখ কষ্ট ব্যথা কভু যেন ছুঁতে নাহি পায়
ভালোবাসার চাদর দিয়ে রাখতে সর্ব দায়
বুকের মাঝে পরাণ করে রাখ পরম মমতায়।
আদর যত্ন স্নেহ মায়া আমি পাই না কত দিন
এই জনমে শোধ হবে কি তোমার রক্তের ঋণ
তুমি বিনা আঁধার দেখি পথের পানে চেয়ে থাকি
কখন এসে ডাকবে তুমি বাঁচা আয়না বুকে আয়।
রচনা কাল : ১১/ ০১/ ২০২২২
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন