সারাটি জীবন ভালোবেসে যন্ত্রণা পেলাম উপহার
সুখের আশায় দুচোখে শ্রবণ ঝড়ে হয়ে যা যা বর ২য়
আপন হতে চেয়ে হয়ে গেলাম অনেক বেশি পর
আপন হাতে ভেঙ্গে দিলে যত্নে গড়া বিশ্বাসের ঘর ২য়


স্বপ্ন আশা গুলি নিরাশার বুকে বেঁধেছে নতুন বসতি
বন্ধুর বাসর ঘরে আছে মহা সুখে দিবে….. দেখা কি ২য়
জীবন আঁধারে ঘেরা সুখ পাখি হয়ে গেছে মরীচিকা
প্রেমেতে নেই ভুল তোমাকে নিয়ে  রঙ্গিন স্বপ্ন দেখা ২য়


সুখ নামের সোনার হরিণ থাকে অধরা পরবাসে
নীরবে নিভৃতে জগতে মাঝে শুধু আমায় ডাকে ২য়
প্রাণ বন্ধু রে কি ছিল ভুল বল এমন কি অপরাধ
কেন দিয়ে গেলে জগতে মাঝে মিথ্যে অপবাদ ২য়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কা : ২৪। ০৫।২০২১