আমি তোরে ভালোবাসি
জামাল উদ্দিন জীবন


আমি তোরে ভালোবাসি
জগৎ মাঝে হইলাম দুষি
বন্ধু নীরবে আমার কথা
তুই একবার ভাবলি না


নিষ্ঠুর বন্ধু করোনি মনের বেচা কিনা
তুমি ছিলে আমার বিশ্বাসী প্রিয়তমা


ত্রি ভুবনে এক জন ছিল আপন
তারে নিয়ে দেখি সুখের স্বপন
চলে গেলিরে নিষ্ঠুরের মতন
কভু আর ফিরতো আসলি না


নীড় হারা পাখির মত ঘুরিয়া বেড়াই
নীরবে বুকের জ্বালা একা সয়ে যাই
হৃদয় মাঝে স্মৃতির দহন ও প্রিয় জন
আসা শুধু একটা মরণ কালে কাছে পাই
রচনাকাল : ০৫/১০/২০২৩