আমি অপার হয়ে বসে আছি
জামাল উদ্দিন জীবন
আমি অপার হয়ে বসে আছি
পার ঘাটাতে একা অবেলায়
দয়াল আমারে নিজ গুনে কৃপা
করে নিবানি তোমার নৌকায়
কি ধন আছে কি ধনগো দিব
মুর্শিদ চান কি দিয়া চরণ পাব
আমার জীবন যৌবন সব সঁপিব
তোমার নামের মালা হৃদয় জপিব
সন্ধ্যা নামে পার ঘাটাতে কাপে হিয়া
মোরে আপন জেনে সঙ্গে নিয় দরদিয়া
দেখি শতেক নাইয়া পারে যায় চলে যায়
ও মুর্শিদ আমার কথা কেউনা জানতে চায়
চাই না মানিক রতন হীরা কাঞ্চন
ওরে দয়াল চান আমার এই জীবনে
জীবনের মন বাসনা চাই চরণের ধূলি
সারা অঙ্গে মাখাইব রইব সকল ভুলি
রচনা কাল : ২১।১১।২০২৩