আমি কি দিয়ে রাখিব তোমারে যতন করে
আমার হিয়ার মাঝে থেকো তুমি এমনি করে
সাক্ষি থেকো আকাশ বাতাস ধরার মাঝেতে
জীবন জুড়ে আনন্দ সুখ প্রাণেতে বাজে গো
স্বর্গের সুখ চাইনা প্রিয় চাই তোমার সাথী হতে
জীবনে মরণে রেখো মোরে এমনি করে সাথে
শন শন বায়ু বহে মিষ্টি সুরে ডাকে পাখি গুলি
হাতে হাতে রেখে সখা চলো প্রেমের পদ্ম তুলি
পরাবো গলাতে কুসুম কলি ছাড় ছাড় হস্ত যুগল
আঁখি পানে দেখি তোমার বদন খানি কভু না ভুলি
জীবনে মরণে সঙ্গী দুজনে সুরে সুরে সে কথা বলি
রাখিব তোমারে বুকেরি মাজাড়ে যাব ওগো ভুলি