আমি যারে বাসলাম ভালো
জামল উদ্দিন জীবন
আমি যারে বাসলাম ভালো
মন নিয়ে দিলোরে জালাতন ২য়
ওরে তার ভুলে থাকার সভাব
জগতে ভালোবাসার বড় অভাব ২য়
কষ্ট দিয়ে নষ্ট করে সুন্দর জীবন
আমার আধার ঘেরা হলো ত্রিভুবন
স্বপ্ন আসা মিথ্যে টাকার কারণে
সইব কতো ব্যথা এ ছোট জীবনে ২য়
বিশ্বাসে ভুল ছিল না ছলনার রাণী
বন্ধু তুমি এত পাষাণ আগে বুঝিনি ২য়
আমায় ছেড়ে হলে অন্যের ঘরোনি
শ্বাশুড়ী ননদী নাকি দুরন্ত ডাপিনি ২য়
হৃদয় মাঝে প্রেমের চিতার দাফন
বিরহের সাথী হলো সাদা কাফন ২য়
দুই নয়নে দেখি না সুখেরই স্বপন
জীবন বলে মরলে করো আপন ২য়
রচনাকাল : ১২/০৬/২০২৩