আমি  ঘুমের ঘোরে স্বপ্নে দেখি
জামাল উদ্দিন জীবন


আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি
জাগিয়া না পাইলো সই তারে ২য়
আমার বন্ধুর স্মৃতি হৃদয় জুড়ে
ছবি আঁকাগো মন মাজারে ২য়


তারে ছাড়া একা ঘরে কেমন কইরা রই
প্রাণ সই সইলো খবর জাননি বন্ধুয়া কই ২য়


নিশি কাটাই নিদ্রা হীন মনেতে মানে না
হৃদয় মাঝে বিরহ ব্যথা সইতে পারি না ২য়
কারে বলি মনের কথা বুঝিবে আমর ব্যথা
পরাণে পরাণ মিশাইয়া কইবো মনের কথা ২য়  


যার লাগিয়া পাগল এ মন সেতো জানে না
ও জানলে বন্ধু থাকতো পাশে করতো আপনা ২য়
কোথায় গেলে পাবো দেখা দাও না ঠিকানা    
জীবন বলে কাছে পেলে দূর হবে হৃদয় যাতনা ২য়
রচনাকাল : ২৭/১০/২০২২