আমি বুকের মাঝে কষ্ট নিয়ে
জামাল উদ্দিন জীবন


আমি বুকের মাঝে কষ্ট নিয়ে
ওরে মুখে ফুটাই সুখের হাসি।।
আজ হৃদয় জমা ব্যথার পাহাড়
আঁখিতে অশ্রু ঝড়ে রাশি রাশি।।


আপন জনা পর হয় স্বার্থের টানে
মিথ্যে আসায় স্বপ্ন ভাংগে অকারণে।।
জগত মাঝে সুখীরা ছলা কলা জানে
নীড় হারা পাখি একাই সুন্দর ভুবনে।।


আসা যাওয়া হয় নীরবে সঙ্গোপনে
বেদনার ঢেউ গল্প করে কানে কানে।।
কেউ  বুঝে না মনের আকুতি কি চায়
অমানিশা আধার জীবনে বয়ে বেড়ায়।।


সব হারিয়ে হয়েছি দেখ একাকী নিঃস্ব
সম্পর্কের বাঁধন ছিন্ন জানুক আজ বিশ্ব।।।
চাই না কারো প্রয়োজনে হতে প্রিয়জন
জীবন বলে দুঃখ দেবার নিঠুর আয়োজন।।