আমায় ভুলে না যাইয়ো
প্রাণের বন্ধু সাদা সিধা
তোমার লাগি কান্দে মন প্রেমে পড়ছি বাধা
বন্ধু তুই ভুলে না যাইয়ো বন্ধু তুই ভুলে না যাইয়ো


ও কি ও ও, ও ও
না যাইয়ো না যাইয়ো তুমি বাড়ির পিছন দিয়া
ভাই জানে বইসা থাকে দা হাতোত নিয়া
বন্ধু তুই ভুলে না যাইয়ো


ও কি ও ও, ও ও
খালে না যাইয়ো বিলে না যাইয়ো না যাইয়ো নদীতে এ এ এ।
পরাণ পাখি চায় যে সদয় তোমার কাছে আসিতে
বন্ধু তুই ভুলে না যাইয়ো


ও কি ও ও, ও ও
না যাইয়ো না যাইয়ো বন্ধু নদীতে জানো না সাঁতার
জলে ডুবে মরলে বলো হবে কি আমার
তুমি বিনে প্রাণে বন্ধু যাব গো মরিয়া  
তোমার সনে ঘর বাধিব আসায় রয়েছি বইয়া
বন্ধু তুই ভুলে না যাইয়ো


গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৫।০৫। ২০১৬