আমার অন্তরে উঠেছে হাহা কার
জামাল উদ্দিন জীবন


আমার অন্তরে উঠেছে হাহা কার
বইছে ব্যথার ঝড় কেউ দেখে না ২য়
তুমি কোথায় আছে প্রাণের বন্ধুয়া
এক বার আইসা দেখলে নাগো ২য়


ভবে একাই সইলাম ব্যথা গো সাথী
তোমার মনের খবর পাইলাম নাগো ২য়


একি দেহে দুটি আত্মা ও সখিরে
কইছি দুজন কত না মনের কথা ২য়
স্মৃতি মাখা সেই দিন গুলির কখন
তোমার কি একবার মনেতে পড়ে না ২য়


দিবা নিশি সদয় ভাবি বদন
এক বার না ভুলিতে পারি গো ২য়
তোরে ঘুমের মাঝে স্বপনে দেখি
জাগিয়া কেন পাইলাম না পাইলাম না ২য়


এখন আমার কি হালে যায় দিন রজনী
পাষাণ বন্ধু খবর নিলে না কাছে আস না ২য়
কবি জীবনের মনের আসা দেখা দিয়ে পুড়াও বাসনা
তুমি হীনা ধরণীতে একা বাঁচতে পারব না গো আমি ২য়
রচনা কাল : ১১।১২।২০২৩