আমার মনের ব্যথা রইল মনেগো
বলবো কার সনে বান্ধব নাই ভবে ২য়
আমার আশা না পুরিবার আগেই
ও প্রাণ বন্ধু আমায় ফাঁকি দিয়েছে ২য়


আমার বন্ধুর বদন দেখ পূর্ণিমার চাঁদ
আপন না হইলে লাগেরে বিষাদ ২য়
তারে বীণা এই জগতে ওরে বন্ধুয়ারে
প্রেম করিয়া আমি পাইনি কোন সাধ ২য়


সখি রে তাজা ফুলে মাল গেঁথেছি আমি
পড়াব গলাতে চোখে কত স্বপ্ন এঁকেছি ২য়
জেগে জেগে কত নিশি প্রভাত করেছি
আসবে আমার প্রাণ বন্ধু আছি অপেক্ষায় ২য়


জাতি কুল মান ছাড়িয়া বন্ধুয়ারে ভালবাসিয়া
লোক নিন্দা কলঙ্কের মালা গলায় পড়েছি ২য়
অঘর নিশি আশায় পথের পানে চেয়ে থাকি
কবি জামাল বলে মরমে মরেছি একি করেছি ২য়
রচনাকাল : ১৯/১০/২০২০