আমার কি আর সাধ্য আছে ওরে মুর্শিদ
আমি তোমার সাধন ভোজন করবো বসে
হৃদয় মাঝে তোমার আসন যত্নে গড়েছি
তোমায় দেখার আসে এই দেহে প্রাণ রয়েছে


আমার পাপী দেহ নিরানন্দ সকল তুমি জানো
দেহের মাঝে দাও আনন্দ দেহে চায় তোমার সঙ্গ
কবুল করো প্রেম ভক্তি অপরাধ সকল  জানো
তোমার পূজা করো তুমি উপলক্ষ্য কেবল আমি

জীবনের হয় এই মিনতি অকুলের হও তুমি গতি
ফুটাই দাও মোর জ্ঞানের জ্যোতি দয়াল মনের বাসনা
সাধের মানব জনম জীবন যৌবন আমি করিব অর্পণ
পেলে দর্শন ওগো জগত স্বামী দয়াময় তোমার চরণে


গীতি কার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৭.০৮.২০২১