আমার কাছে আসতে হলে
সেইতে হয় লাঞ্ছনা অপমান।।
সাথীরে থাক তুমি মহা সুখে
পাইবে নাগো প্রেমের বদনাম।।
বন্ধুরে পরাণে মিশাইয়া পরাণ
কত আয়োজন শুনাইতাম গান।।
আমায় সুরে সুরে কাছে পাইতে
সখি তোমার ছিল নানা আহবান।।
দু নয়নে জেনেছি জগতের আলো
জীবন যৌবন দিয়ে বেসেছি ভালো।।
বন্ধু কলঙ্কের মালা তুই গলায় দিলে
তোমার একটা ছিল প্রেমের প্রতিদান।।
প্রিয়তম আমার যদি হয়ে যায় মরণ
ভুল করেও এক বার করো না স্মরণ।।
ও দেখবে হিয়ার মাঝে করছি বসবাস
কবি জীবন বলে মিটলো না প্রমের পিয়াথ।।
রচনা কা্ল ১৮/০৫/২০২৩