আমার যেদিন মরণ হবে
জানবে নাতো কেহ রে
মাটির ঘরে রাইখা আসব
আমার সুন্দর দেহরে ।।


চল্লিশ কদম হবে যখন
আমায় রেখে পার গো
অন্ধকারে থাকবো পড়ে
কেহ নেই আপন আমার।।


মুনকির নাকির আসিয়া
সওয়াল জবাব করিবে
মোমিন বান্দা হলে উত্তর দিবে
পাপী হলে আযাব শুরু কবরে।।
রচনা কাল : ০৩।৩।২০১৭