আমার ঘরে জ্বলা বাইরে জ্বালা
ওরে জ্বালা বুকেরি মাজারে
জ্বল দিলেও তা নিভে নারে
জ্বালা আরো দ্বিগুণ যায় বেড়ে।


আমি জ্বলে পুড়ে হয়েছি অঙ্গার
সর্ব দোষের দুষি জ্বলারি কারবার
কেউ বুঝে না ভিতরের হাহাকার
জগত বাসিরে বলো বুঝাই কি করে।


জ্বলে পুড়ে সোনার দেহ হয়েছে ছাই
আপন স্বজন বন্ধু বান্ধব কেহ কাছে নাই  
অন্তরে হলোরে ক্ষত অশ্রু ঝড়ে অবিরত
আর কত ব্যথা দিবি রে জ্বলার বাকি নাই।


আর বেশি পুড়িলে আমি হয়ে যাব খাক গো
থাক না তোরা জগত মাঝে সবাই সুখে থাক
ভুল করে মনে হলে ফেলিস না চোখের জ্বল
কবি জীবন নিয়েছে বিদায় ভুবনে সবই বিফল।
রচনা কাল : ২৭।১২।২০২১
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন