আমার দুখে দুখে জীবন গেলো
জামাল উদ্দিন জীবন
আমার দুখে দুখে জীবন গেলো
ওরে সুখ হইলো না এই ভুবনে
মিছে কান্দন সুখের লাগি রে
বিধি সুখ লেখে নাই কলমে।
দিবা নিশি সুখ পাখিরে খুঁজিয়া বেড়াই
ঘুরলাম কত এই পথে বল কোথা পাই
আমি চির দুখী হয়ে সর্ব সারা
আপন নেই কেউ দুঃখ ছাড়া
কান্দ না সখি আজ তোরা
বিদায় দিয়ে করে বন্ধু হারা।
এই মায়ার বন্ধন মিছে আসা
জগতে নেই তার কোন ভরসা
আপন জন করে স্বার্থের আসা
রক্তের বন্ধন হয়ে যায় দুরাশা।
ভেবেছি পাব কত আপন জন
কেটে যাবে আমার ছোট জীবন
জীবন বলে নয় কেহই আপন
তোর মিছে মায়ার এই সংসারে।
রচনাকাল : ৩১/০৭/২০২২