আমার বন্ধু দূরে রয় আমার বন্ধু দূরে রয়
হিয়ার মাঝে বন্ধুর ছবি সদয় উদয় হয়
কত দিন গত হলো দেখি না তারে
আমার প্রাণে কেমনে সয় বন্ধুরে


দু নয়নে স্বপ্ন ছিলো মনে ছিলো আসা
বন্ধুয়ারে নিয়ে বাধবো সুখের বাসা
আসার ভেলা ডুবে গেছে  এখন
নিরাশার বাঁকে কথা কয় বন্ধুরে


প্রেমা আনন্দে প্রাণ বন্ধু বাজায় বাঁশের বাসি
গান শুনিয়া বাহির পানে আমি ছুটে আসি
আপন হাতে পুষ্প মালা দিবোগো পড়াইয়া
তার প্রেমে পাগল হয়ে যাব জাতি কুল ভুলিয়া


দিবা নিশি এই অন্তরে তারেই শুধু চায়
কেমন করে পাষাণ বন্ধু ভুলেছে আমায়
জীবন যৌবন সব দিছে আমার বন্ধুর চরণে
জীবন বলে তারে বীনে একা বাঁচিবো কেমনে বন্ধুরে
রচনা কাল : ২৯.০৭.২০২১ দুপুর ১টা