আমার এত সাধের বাঁশের বাসিরে
বাসি এখন আগের মত বাজে নাই
বাসির মনেও আছে নীরব ব্যথা
আমায় বলনা একবার শুনতে চাই
কত মধুর সুরে কাছে ডাকি আমি
দিস না বাসি আমায় ফাঁকি গো
সকল দুঃখ ভুলে থাকতে/জ্বালা
আমি নিশি রাতে তোরে বাজাই
বাসি সঙ্গের সাথী ছিলে আমার
আজ কেন তোর এই ব্যবহার
কেনবা দোষে হোলামরে দুষি
মনে এক বার জানতে চায়/প্রাণে এক বার জানতে চায়
ভাবিয়া কয় লেখক জীবনে এই ছিলো তোর মনে
এত দিন সাথে রেখে মনের মতো কি হই নাই
এখন লোক সমাজে হইলাম কলঙ্ক কিনি বাসিরে
তোমার প্রেমে বন্ধুর প্রেমে মজে রাই বাজে নাই
গীতি কার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কা : ০৭/০৮/২০২১