এলো মেলো এই জীবনে সঙ্গী ছাড়া
চলেছি আপন মনে হয়ে দিশে হারা
মন হারায় আজ প্রাণ হারায় সুদূরে
হয়ে যাব একা ছন্ন ছাড়া ভব ঘুরে।
মানবো না শাসন বাড়ন করি আয়োজন
দূর অজানায় হারাবো ছিঁড়ে সকল বাঁধন
অনাবিল সুখে নতুন দিগন্তের পথে বিচরণ
মনের হিল্লোলে হৃদয়ের বন্ধনে করিও আপন।
আমার মনের ঘরে কত স্মৃতি দিবা নিশি ঘোরে
ফিরে পেতে চাই হারানো বন্ধুদের লোকের ভীরে
আয় না ফিরে আয় প্রাণটা সারা বেলা কেঁদে কয়
সাজাবো রঙ্গীন ভুবন সুখের বেলা বয়ে বয়ে যায়।
রচনা কাল : ১৭।০১।২০২২
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।