এক দিন চলে যাবো বহু দূরে
সেদিন খুঁজো না মনের ঘরে
অভিমানে গিয়েছো দূরে সরে
ফির বোনা তার রঙ্গীন বাসরে
ওরে সুখের আসায় হারিয়েছি
প্রাণ বন্ধুরে জীবনে চির তরে
ধরণীর কাছ হতে নিয়েছি বিদায়
তোমার তরে মোর স্মৃতি কথা কয়
শূন্যে আসা যাওয়া নাহি আর ভয়
কভু এসো নাগো ফিরাতে আমায়
ফিরে যাও তুমি গড়তে সুখের নীড়
অভিসারে কেটে যাক সময় অধীর
ভুলে যেয়ো ভুল করে কভু মনে হলে
জীবনের সীমানায় উড়ছে মুক্ত পাখি
স্বপ্ন আসা হয়নি পূরণ রয়েছে বাকি
ভালোবাসার নামে মিথ্যে দিলে ফাঁকি
ক্ষীণ আলোর প্রদীপ দেয় উঁকি ঝুঁকি
তোমার জীবনেই সুখ খেলা করে দেখি
ওরে আধারে ঘেরা জীবনের চারিপাশ
তোমাকে হারিয়ে করি শুধু হায় হুতাশ
ফিরে পেতে চাই তারে আসবে একবার
জীবনে মরণে ছিলে নয়তো কভু হারাবার
রচনা কাল : ১৩।১১।২০২১