একে একে আমায় রেখে
জামাল উদ্দিন জীবন


একে একে আমায় রেখে
সবাইতো ঘরে চলে যায় ২য়
ও কোন দিন জানি ডাক
আসিবে উঠিতে নৌকায় ২য়


আপন স্বজন জোরের ভাই
আজ সঙ্গে আমার কেহ নাই ২য়
ওরে নাইয়র বেশে সাজাইয়া
আমাকে শেষ বিদায় জানায় ২য়


সাথীগন বন্ধু বান্ধব করবে মনে
অন্ধকার একা ঘরে থাকব নির্জনে ২য়
মিছে মায়ার সংসার সবাই আমার
ভয়ে কাপে অন্তর আমি নইত কার। ২য়


মোহ ঘরে বন্দি ছিলাম স্বার্থের টানে
কেমন করে ভুলে থাকে আপন জনে ২য়
কবি জীবন বলে মন বুঝলি না চালাকি
পাখি উড়ে দূর গগনে দিয়ে মিছে ফাঁকি ২য়
রচনাকাল : ৩০/০৯/২০২৩