এক জনমে যদি না পাইগো
আরেক জনম আমি চাইবো
শয়নে স্বপনে হেন জাগরণে
তোমারই সাথে আমি রইবো।
আঁখি মেলে যেদিকে তাকাই
তোমার ছবি শুধু দেখে যাই
জীবনে মরণে সাথী তুমি ছাড়া
জগত মাঝে অন্য কেহ নাইগো।
মনের গভীরে হৃদয় মাঝে লুকিয়ে
অপলক নয়নে আছো তুমি তাকিয়ে
জন্মান্তরের বাঁধন দেব না হারাতে
নির্জনে অনুভবে কাছে শুধু চাইগো।
রচনা কাল ১২।১২।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন