আজ আমি নেই বলে তোমার পাশে
জামাল উদ্দিন জীবন


আজ আমি নেই বলে তোমার পাশে
তুমি হয়েছো অন্য কার মনের রাণী ২য়
স্বপ্ন আসা নিয়ে ছেড়ে গেলে আমাকে
ততটা সুখী নাকি তুমি হতে পারনি ২য়


অকারণে অভিযোগ করেছো শুধু
ও কখনও চাওনি বুঝতে আমায় ২য়
একাকী সুখে থাকা তোমায় মানায়
টাকা দিয়ে কখনও কি সুখ কেনা যায় ২য়


ভালোবাসা মিছে আসা জানা ছিল না
তোমাকে ভালোবেসে পেলাম ছলোনা ২য়
হৃদয় মাঝে জমা কত ব্যথার পাহাড়
সুখের ছিটে ফোটা জীবনে মিলেনি ২য়


হীরা ভেবে কাঁচ তুলে নিলে আপন করে
হারিয়ে যাবো খুঁজ নাকো কভু অভিসারে ২য়
মুছো নিয়ো যতনে মনে জমা সকল স্মৃতি
জীবন চলার পথে ভুলে ভরা প্রেমের প্রীতি  ২য়
রচনাকাল :১৯/০৯/২০২৩