আইলোরে বর্ষা রাণী নয়া পানিতে  পানিতে
চাঁদের আলো ঝলমল করে পোটার বাড়িতে
বসলো সবাই নতুন ধানের পিঠা কুটিতে
পিঠা পুলি পায়েস রাঁধে নতুন হাড়িতে


আনন্দ আজ ঝরে পরে ছনের বাড়িতে
বাবা মায়ের মুখে হাসি আত্ম হারায়
ঘুচলো তাদের দুঃখ পেয়ে চন্দ্র তারা
পান সুপারি মুখে দিয়ে গায় আনন্দে গীত ওরা


আউশ আমন ধানের মিষ্টি চিঁড়া কোটার বাহার
গরিব ঘরে আসলো ফিরে আনন্দের জোয়ার
শাপলা শালুক বিলে ফুটেছে দেখতে সুন্দর
বর্ষা রাণীর মুখে হাসি লাগে বড়ই চমৎকার


গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০১।০৯।২০২১


(এই গানটি আমার একক চতুর্থ উপন্যাস ময়না কাটার বুকে চর গ্রন্থে অন্তর্ভুক্ত হবে)