এইবার মরলে কর্ম হবে সারা
কাঁদিস নারে কেউতো তোরা
ও চারি পাশেই মায়ার বেড়া
ত্রি ভুবনে বন্ধন ছিন্ন বন্ধু হারা।


আমার চলে যাবার সময় এখন
দেনা বিদায় সবাই মনের মতন


ছিলো আত্মীয় স্বজন জোরের ভাই
বুকে রাখছে সদয় পড়তো ভাবে নাই
জগত মাঝে ছিলাম হয়ে নামি দামি
ঘরের স্ত্রী ডাকবে নারে  প্রাণের স্বামী।


পিতা মাতা কাঁদবে ওরে বুকের ধন
ফিরবে না কোন দিন মানিক রতন
সারা জীবন ঝরবো দু নয়নের জ্বল
স্নেহের বাঁধন সন্তান থাকে না চিরকাল।


চার বেহারার পালকি খাড়া ঘরের দরজায়
ধন সম্পদের পাহাড় ছেড়ে মাটিতে শোয়ায়
সাদা কাফন সঙ্গী চল্লিশ কদম হইবে পার
জীবন বলে শেষ ঠিকানা অন্ধকার কবর।
রচনা কাল : ০৬।০১।২০২২
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।