এই নীল সীমানার ওপারে
জামাল উদ্দিন জীবন


এই নীল সীমানার ওপারে
আজ হাজার লোকের ভীরে ২য়
দিবা নিশি খুঁজে ফিরি তারে
বন্ধু ভুলেছ আমায় কেমন করে ২য়


হৃদয় আঙিনায় কত ছবি ভাসে
ও শুধু স্মৃতি গুলো মনেতে হাসে ২য়
সাথী ওগো থাকবে আমার পাশে
অনাবিল সুখ ছোঁয়া জীবনে আসে ২য়


জীবন জুড়ে সুখের পরশ বয়ে যায়
দুজনায় রয়েছি আজও একি ধরায় ২য়
স্বপ্ন বাসর গড়ব সাজাব নতুন ভুবন
অপেক্ষারত জীবনের সব আয়োজন ২য়
রচনা কাল : ২৩।১২।২০২৩