এই জীবন চলার শেষ প্রান্তে
দাঁড়িয়ে আছি একাকী নীরবে
দেখি মিলেনা হিসাবের খাতা
আসা যাওয়ার মাঝে সবি ফাঁকা
ঠকাতে যেয়ে ওগো নিজে ঠকেছি
ফুলকে ভুল ভেবে ফেলে দিয়েছি
অমূল্য ধন সে জীবনে পরে বুঝেছি
একি করেছি হারিয়ে শেষে খুঁজেছি
ছোট ভুল করে জীবন জুড়ে চির তরে
দিয়ে মাশুল দুচোখের জ্বলে বারে বারে
হারিয়ে দিবা নিশি করি শুধু হায় হুতাশ
সুখ গুলো দূরে রয় দুখরা খেলে বারো মাস
আসার মুকুল ঝরে পরেছে দেখি অঝোরে
জীবনে ফিরে পেতে চাই হারানো প্রিয়ারে
আবিরে রাঙ্গিয়ে দিব তোমার নীল আকাশ
হিয়ার ভালোবাসা অন্তর জুড়ে সুখের বাতাস
রচনা কাল :১৪।১১।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন