এই বার মরলে জানাই দিও
জামাল উদ্দিন জীবন
আছনি কেউ বন্ধু আর বান্ধব আমার
ভেবে লেখক জীবন বিনয় করে কয় ২য়
জগত বাসি আমার প্রতি হইয়ো গো সদয়
এই বার মরলে জানাই দিও জনমের বিদায় ২য়
আর হবে না দেখা দেখি হবে না কথা
অন্ধকারে মাটির ঘরে থাকব পরে একা ২য়
জগত বাসি আমার প্রতি হইয়ো গো সদয়
এই বার মরলে জানাই দিও জনমের বিদায় ২য়
চলার পথে ছিল আমার কত আপন জন
আজ চলেছি একা আমি সঙ্গে নেই স্বজন ২য়
রঙ্গীন বসন খুলে পড়ায় দেয় সাদা কাফন
আমাকে বিদায় জানাতে কর কত আয়োজন ২য়
আমায় রেখে চলে যাবে সব আত্মীয় স্বজন
ছিঁড়ে যাবে মায়া মমতা ঘেরা হৃদয়ের বন্ধন ২য়
রাখবে না ঘরের মাঝে দিবে মাটিতে কবর
জনম ভরে থাকব একা পরে লইবে না খবর ২য়
ডাকবে নাতো চেনা নামে বলবে নাতো আয়
ভুলে যাবে সকলে ঠিকানা আর বংশ পরিচয় ২য়
চির নিদ্রায় ঘুমাইব ছেড়ে এই সুন্দর ভুবন
পৃথিবী রঙ মহল ছেড়ে যাবে এটাই নিয়ম ২য়
ভুল ত্রুটি সকল ক্ষমা চাই তোমাদের তরে
আর কোন দিন আসব নাতো জগতে ফিরে ২য়
সাজাইয়া দে যতন করে চার বেহারার ভেলা
কবি জামাল বলে মাঝি মাল্লা মুখে বলে আল্লা ২য়
রচনা কাল ৩১/০৭/২০২৪