আবার যদি কখনও দেখা হয়ে যায়
তুমি শুনবে ওগো বাকি সেই কথা
নীরবে নির্জনে দাঁড়িয়ে একা একা
মনের মাঝে এক হ্রাস মৌন ব্রত
হারিয়ে খুঁজি যারে জগতের মাঝে
ফিরে পাবো কি আমার জীবন জুড়ে
হৃদয়ে জমানো পাহাড় সমান ব্যথা
আঁখি পানে চেয়ে বুঝে নাও ভাষা
যাতনা সহে না প্রাণেতে মানে না
মরমে মরিব ওগো হারিয়ে প্রিয় জনা
কহিব কেমনে মন প্রাণে শুধু জানে
একাকী বেঁচে থাকা দায় তুমি বিহনে
কুহু তানে বলে পাপিয়া ভ্রমর গুঞ্জনে
ফিরিয়ে লও বন্ধুকে মধুর আলাপনে
রচনা কাল : ১৪।১১।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।