এ সাধের জমিদারি
জামাল উদ্দিন জীবন


এ সাধের জমিদারি
থাকবেনা বাহাদুরি
চক্ষু বুজিলে দেখবি
সকল অন্ধকার মানুষ
মিছেই করো শুধু হা হা কার


কত আসায় বান্ধব ঘর
থাকবে নাকি জীবন ভর
দমের পাখি উড়ে যাবে
নিমেষের উপর মানুষ
মিছেই করো শুধু হা হা কার


আত্মীয় স্বজন ওরে পরিবার
কেউ হলো না সাথী তোমার
আইছো একা যাবে একা রে
মিছে মায়া মোহের কারবার  


মিছেই করো শুধু হা হা কার


আসিয়া ভবের বালা খানায়
বন্দি ছিলাম রে জেল খানায়
কবি জীবন বলে যাবার বেলায়
সাদা কাফন সঙ্গের সাথেই রয়
রচনাকাল ০৫।০৭।২০২২