চিরদিন বাঁচার নেইকো দলিল,
কাঁচা মাংসের পচা শরীর,
কিসের অহংকার?
বিদ্যা বুদ্দির সুকৌশলে
হইলাম ভয়াংকার ।।
হক হালালের বালাই নাইরে,
সুদ ঘুষ কিছু বুঝি নাইরে,
শুধু জানি পাইতে হবে,
সম্পদ পাওয়া অধিকার।।
চুল সাদা হইলাম দাদা শরীরে নাই বল,
সম্পদ নিয়ে নাতি পুতি করে হট্টগোল,
হিসাব নিজের খাবে পরে,
কি উপায় হবে মরার পরে?
এখন বুঝলে কি আর হবে,
সম্পদে নাই অধিকার।।