চলো না গ্রামে যাই,
শহরকে টা-টা জানাই।।
মাটির মানুষ মাটি চিরে,
সোনালি শস্য ফলাই।।
ফলাবো ফসল, ফল মূল রাশি রাশি,
এক সাথে গাইবো সবে মিলে জারি সারি,
বাদ পড়বে না এক ইন্ঞ্চি জমিও,
নিজের কাজ নিজে করতে চাই।।
টাই পড়ি চাকরী করি,তবুও চাকর,
পরিশ্রম যত করে যাই, স্বাধীনতা নাই,নাই কদর,
তোষামোদকারীর অভাব যে নাই,
শুধু ফাঁকা বুলি পুরোটাই।।