তোমার সংগে দেখা না হলে
ভালবাসার দেশটা আমার দেখা হতো না,
তুমি না হাত বাড়িয়ে দিলে
এমন একটি পথে চলা শেখা হতো না ।।
বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা
বুঝিনি ছিলাম যতদিন আমি একেলা
তুমি ফাগুন এনে না দিলে
সেই পাখিটার ডাকা হতো না ।।
ধু ধু এক মরু যেন নদী হয়েছে
ঢেউয়ে ঢেউয়ে উথাল-পাথাল সুখে বয়েছে ।
দিন রাত চোখেই গেছে মনে ধরেনি
কোনো কিছু দিয়েই মনের পাতা ভরেনি
তুমি আখর না চেনালে
আজো কিছুই লেখা হতো না ।।