পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি
উড়িয়ে দেওয়া যেত যদি,
কতো ভালো হতো ।
হেলা ভরে ফেলে দেওয়াদের
যতন করে কুড়িয়ে নেওয়া যেতো যদি ||
কতো ভালো হতো....


  কোথাও আলো সূর্য সমান,
  কোথাও চির অমানিশা,
  কেথা অগুন্তিধারা বহমান
   কোথাও মরুর তৃষা ।
.  সে আলো সে জল
সমানুপাতে ছড়িয়ে দেওয়া যেতো যদি ||


.       কত ভালো হতো---
যদি ফাগুনের সৌখিন ফুলটাকে একবার
বৈশাখী ঝড়ে দুলতে শেখানো যেতো |
.        
  কোথাও শুধুই চাওয়া চাওয়া,
   কোথাও পাওয়ার ক্লান্তি,
  কোথাও হিসাব নিজেই মেলে
   কোথাও শুধু ভুলভ্রান্তি,
ভুল হিসাবে ভুল চাওয়াকে
সরিয়ে দেওয়া যেতো যদি ||