অন্তরে শক্তিকে কমে যেতে দিও না,
প্রান্তরে মুক্তিকে দমে যেতে দিও না।
আজ আর কাল নেই সকাল অকাল নেই,
কোনো পথচলাকেই থেমে যেতে দিও না।
পায়ের নিচের মাটি শক্ত আছে,
শিরায় স্রোতস্বিনী রক্ত আছে,
এগিয়ে যাবার মন মুক্ত আছে,
কোনো অপমানে মাথা মেনে যেতে দিও না।।
সামনে পিছনে পাশে বন্ধু পাবে,
শ্রমে উজ্জ্বল স্বেদ-বিন্দু পাবে,
পথে পথে পর্বত সিন্ধু পাবে,
তুষার গলাও তাকে জমে যেতে দিও না।।